• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ১৫:৪৭ অপরাহ্ণ
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশের কার্যক্রম শুরু
সংবাদটি শেয়ার করুন....

১৮তম শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ফল প্রকাশের সভায় উপস্থিত হয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে।

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল এনটিআরসিএ ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ‘ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ নামক সেবা বক্সে পাওয়া যাবে। এছাড়া http://ngi.teletalk.com.bd লিংকেও ফল পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

গত ১৬ জুন এনটিআরসিএ লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।

এই বিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় ২২ জুন এবং শেষ হয় ১০ জুলাই রাত ১২টায়। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা যায়, এ বিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।