• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের পাশে মিজানুর রহমান আজহারি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ১৬:৫০ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের পাশে মিজানুর রহমান আজহারি
সংবাদটি শেয়ার করুন....

বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। বুধবার (২০ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এমন উদ্বেগ প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘সম্প্রতি দেশের দুজন আলোচিত ব্যক্তিত্বকে কার্টুন এঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনায় একাধিক ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিবৃতি এসেছে।

তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এদের মধ্যে অনেকেই নিজ নিজ বিবৃতিতে খোদ হুমকিদাতা অ্যাক্টিভিস্টকে ভিক্টিম হিসেবে চিত্রায়িত করেছেন এবং বাংলাদেশে বিকৃতরুচির কার্যক্রমের পক্ষে সরব হয়েছেন।’

তিনি আরো লেখেন, ‘নিঃসন্দেহে তাদের এই কর্মকাণ্ড এদেশের মাটি ও মানুষের সাথে প্রতারণা ও দ্বিচারিতার শামিল। অধিকারের মোড়কে দেশের অধিকাংশ মানুষের মূল্যবোধকে ধ্বংস করার কোনো প্রচেষ্টাকে এদেশের জনগণ মেনে নেবে না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান থাকবে তারা যেন অনতিবিলম্বে উক্ত হুমকিদাতাকে আইনের আওতায় নিয়ে আসেন এবং সম্মানিত শিক্ষকদ্বয়ের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন।’