ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জয় পেয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ঘরের মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে অ্যান্টিগা।
আগের দুই ম্যাচে ব্যাট হাতে ২৪ রান করা সাকিব আজও রান করতে ব্যর্থ হন। দায়িত্বশীল ইনিংস খেলার লক্ষ্য নিয়ে নেমেও ১৩ বলে মাত্র ৭ রানেই থেমে যান তিনি।
তবে বোলিংয়ে নিজের একমাত্র ওভারে মাত্র ২ রান খরচ করে ফেরান অভিজ্ঞ ড্যারেন ব্রাভোকে। সাকিবকে ছক্কা মারতে গিয়ে ওয়াইড লং অনে ক্যাচ দিয়ে ফেরেন ৮ বলে ২ রান করা ব্রাভো।
প্রথমে ব্যাট করে অ্যান্টিগা তোলে ৬ উইকেটে ১৬৭ রান। জবাবে ত্রিনবাগোকে জয়ের পথে মনে হলেও শেষ ওভারের নাটকে ম্যাচের রঙ বদলায়। কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও ১৫৯ রানে গুটিয়ে যায় তারা।
অ্যান্টিগার পেসার ওবেদ ম্যাকয় ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। শেষ ওভারে কাইরন পোলার্ডকে চাপে ফেলে ম্যাচ ঘুরিয়ে দেন শামার স্প্রিঙ্গার।
চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।