• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যশোর জেলার শার্শায় দরিদ্র পরিবারের গর্ভবতী নারীদের জন্য সরকারি আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫, ২০:৪১ অপরাহ্ণ
যশোর জেলার শার্শায় দরিদ্র পরিবারের গর্ভবতী নারীদের জন্য সরকারি আর্থিক সহায়তা
সংবাদটি শেয়ার করুন....

যশোর জেলার শার্শার দরিদ্র পরিবারের গর্ভবতী নারীদের জন্য শুরু হচ্ছে বিশেষ সরকারি আর্থিক সহায়তা কর্মসূচি। প্রতি ইউনিয়নে প্রতি মাসে ১০ জন করে উপকারভোগী নারীকে এই সহায়তা দেওয়া হবে। উপজেলার মোট ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক বরাবর আবেদন জমা দিতে হবে। পরে চেয়ারম্যান/প্রশাসকগণ যোগ্য আবেদনকারীদের বাছাই করবেন।

অন্যদিকে, বেনাপোল পৌরসভায় প্রতিটি ওয়ার্ড থেকে প্রতি মাসে ৭ জন গর্ভবতী নারীকে এই সহায়তা প্রদান করা হবে। আগামী ২৭ আগস্ট ২০২৫, সকাল ১০টায় বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে উপকারভোগীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি আবেদন করার সুযোগ থাকবে।

সেদিনই জুলাই ও আগস্ট মাসের জন্য মোট ১২৬ জন দরিদ্র পরিবারের গর্ভবতী নারীকে বাছাই করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতি মাসে নতুন নতুন উপকারভোগীরা পর্যায়ক্রমে এই সরকারি সুবিধার আওতায় আসবেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দরিদ্র পরিবারের গর্ভবতী নারীরা নিয়মিতভাবে এই আর্থিক সহায়তা পেলে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।