শিক্ষকদের কোচিং-বাণিজ্যের নতুন কৌশল হলো ‘ডিটেনশন’। ক্লাসে পাঠ না পারা বা হোমওয়ার্ক না করার অজুহাতে শিক্ষার্থীদের ছুটি শেষে ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত আটকে রাখা হচ্ছে। রাজধানীর অনেক স্কুলে কোচিং না করা শিক্ষার্থীদের ওপর চলছে এ ডিটেনশনের নির্যাতন।
ঢাকার নামকরা পাঁচটি স্কুলের ২০ জন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে আলাপ করে জানা গেছে, আগে স্কুল শিক্ষকদের কাছে কোচিং না করলে কম নম্বর দেওয়া হতো বা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করা হতো। এখন কোচিং না করালে ডিটেনশনের নামে শিক্ষার্থীদের মানসিক চাপ দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের কাছে এখন ডিটেনশন আতঙ্কের নাম। যারা কোচিং করে, তারা ছুটি শেষে চলে যেতে পারলেও অন্যদের প্রায় আধা ঘণ্টা আটক রাখা হয়। এ সময় তাদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা রকম মানসিক নির্যাতন করা হচ্ছে। এতে অনেক শিক্ষার্থী স্কুলবিমুখ হয়ে যাচ্ছে। সব বিষয়ের শিক্ষকরা চান, তাদের কাছে ছাত্রছাত্রীরা কোচিং করুক। এ নিয়ে অভিভাবকরা প্রতিবাদ করলেও প্রতিকার মেলেনি। কারণ অনেক প্রধান শিক্ষকও পাচ্ছেন কোচিংয়ের টাকার ভাগ।
গত ২১ জুলাই উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হায়দার আলী ভবনে এফ-৭ বিজিআই মডেলের বিমানটি বিধ্বস্ত হলে ৩৪ জন নিহত হন, তাদের মধ্যে ২৭ জনই ছিল ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তদন্তে জানা যায়, সেদিন স্কুল ছুটির পর ডিটেনশনে রাখা হয়েছিল ৪০ শিক্ষার্থীকে। তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণির নাজিয়া হোমওয়ার্ক না করায় ডিটেনশনে ছিল। এ সময় বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধ হয় নাজিয়া এবং ছোট ভাই নাফি, যে বোন কেন দেরি করছে তা দেখতে গিয়েছিল। পরে দুজনই মারা যায়। তাদের বাবা আশরাফুল ইসলাম বলেন, “সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর আমার সব ছিল এই দুই সন্তান। এখন সব হারিয়ে ফেলেছি।”
অন্যদিকে গত মঙ্গলবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে ১৫ শিক্ষার্থীকে বিনা কারণে ডিটেনশনে রাখা হয়। বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা দুশ্চিন্তায় কান্নাকাটি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা বেরিয়ে এলে তাদের চোখে ছিল পানি। কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, অঙ্কের একজন শিক্ষক জোর করে কোচিং করাতে না পারায় শিক্ষার্থীদের ডিটেনশনে নিয়ে মানসিক চাপ সৃষ্টি করেছেন।
শিক্ষাবিদরা বলছেন, ডিটেনশন আসলে শিক্ষার্থীদের পড়াশোনা বা আচরণগত সমস্যার সমাধানের জন্য হয়ে থাকে। কিন্তু এটি যদি মানসিক নির্যাতনের হাতিয়ার হয়, তাহলে তা অপরাধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন অধ্যাপক বলেন, “কোচিংয়ের কারণে এখন ক্লাসে পড়াশোনা হয় না। শিক্ষকরা কেবল পাঠ দেন, কিন্তু বিস্তারিত বোঝান কোচিংয়ে।”
গণসাক্ষরতা অভিযানের তথ্য অনুযায়ী, দেশে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় সাড়ে ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৪ কোটি ২৪ লাখ শিক্ষার্থী কোচিং করছে, যা মোট শিক্ষার্থীর প্রায় ৭৭ শতাংশ। প্রতি বছর কোচিং ব্যবসা থেকে আয় হয় প্রায় ৪০ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।