• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ১৬:৩৬ অপরাহ্ণ
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু
সংবাদটি শেয়ার করুন....

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ২৮ আগস্ট।

শনিবার সকালে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন ২৩ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে শুরু হয়ে ২৫ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত চলবে।

একাদশে ভর্তির কেন্দ্রীয় কমিটির প্রধান ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানান, এবার ভর্তিযোগ্য মোট কলেজ ও মাদরাসার সংখ্যা ৮ হাজার ১৫টি। এসব প্রতিষ্ঠানে একাদশ শ্রেণির জন্য আসন রয়েছে ২৫ লাখ ৬৩ হাজার ৬৩টি।

প্রথম ধাপে মোট আবেদন জমা পড়েছিল ১০ লাখ ৭৩ হাজার ৩১০টি। এর মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী। তবে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হয়নি। তারা দ্বিতীয় ধাপে পুনরায় আবেদন করতে পারবে।