• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রিজভীর নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হতে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
রিজভীর নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হতে অনুরোধ
সংবাদটি শেয়ার করুন....

স্বাক্ষর জাল করে ফেসবুকে ছড়ানো ভুয়া ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যা বিএনপি দপ্তর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি। একটি কুচক্রী মহল রিজভীর স্বাক্ষর জাল করে এ বিজ্ঞপ্তি পোস্ট করেছে।

এতে বিভ্রান্ত না হতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হয়।

রিজভী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে জানান, স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে গত ২২ আগস্ট ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত।

রিজভী বলেন, আমার স্বাক্ষরে বিএনপি দপ্তর থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি।

প্রচারিত বিজ্ঞপ্তিটি বানোয়াট ও ভুয়া।