• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ ও ক্রীড়া সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫, ১৬:৪১ অপরাহ্ণ
বেনাপোলে শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ ও ক্রীড়া সামগ্রী প্রদান
সংবাদটি শেয়ার করুন....

যশোরের শার্শা উপজেলার বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে আজ রবিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। জ্ঞানের পরিধি প্রসার এবং স্বাস্থ্য সুস্থতার লক্ষ্যে এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি।

সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, শিক্ষিকা খাদিজা বেগম (অবসরপ্রাপ্ত), বেনাপোল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন এবং সাংবাদিক মোঃ শাহজাহান সবুজ (দৈনিক ইত্তেফাক)।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে শিক্ষার্থীদের যুগোপযোগী মেধা বিকাশের লক্ষ্যে একটি ডেল কোম্পানির ল্যাপটপ এবং সুস্থ মনন ও দেহ বিকাশের জন্য দুটি ভলিবল তুলে দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠবে।