• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় একদিনে নিহত আরও ৫১, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ণ
গাজায় একদিনে নিহত আরও ৫১, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের
সংবাদটি শেয়ার করুন....

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনেই আরও ৫১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২৭ জন নিহত হয়েছেন গাজা শহরে এবং মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেছে আরও ২৪ জনের। এ ছাড়া অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও আটজনের। সোমবার (২৫ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনারা গত ৬ আগস্ট থেকে গাজা শহরে সামরিক অভিযান চালাচ্ছে। এ সময় জেতুন ও সাবরা এলাকায় এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। সংস্থাটির দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছে।

রোববার দেওয়া এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, টানা গোলাবর্ষণ ও সড়ক অবরোধের কারণে অধিকাংশ এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ সম্ভব হচ্ছে না। বহু মানুষের নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সীমিত সক্ষমতার কারণে জরুরি কর্মীরা সাড়া দিতে পারছেন না। এদিকে হাসপাতালে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে, আহতদের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।

সংস্থাটি আরও জানায়, ইসরায়েলের অব্যাহত হামলা নতুন করে উদ্বেগ তৈরি করছে। গাজায় কোথাও নিরাপদ জায়গা নেই—উত্তর থেকে দক্ষিণ, সবখানেই বেসামরিক জনগণকে লক্ষ্য করে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এমনকি ত্রাণ শিবিরে হামলা চালানো হচ্ছে।

গাজা শহর দখলে নিতে ইসরায়েলি সেনারা ট্যাংক নিয়ে সাবরা এলাকায় ঢুকে পড়ে। এতে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে সরে যেতে বাধ্য হতে হয়েছে। সিভিল ডিফেন্সের তথ্য বলছে, ইসরায়েল সম্ভবত পুরো গাজা শহর ধ্বংস করতে চাইছে—যেমনটা রাফাহ শহরে হয়েছিল। অধিকারকর্মীরা মনে করছেন, এর লক্ষ্য হতে পারে গাজা থেকে সব ফিলিস্তিনিকে উৎখাত করা।

যুদ্ধ শুরুর পর থেকে অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে, এর মধ্যে ১১৫ জন শিশু। ইসরায়েলি সেনারা নিয়মিত গুলি চালাচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের দিকে। বিতর্কিত জিএইচএফ কেন্দ্রগুলো থেকে সামান্য সহায়তা নেওয়ার চেষ্টা করার সময়ও হামলার শিকার হচ্ছেন তারা।