ভারত ভ্রমণকারী বাংলাদেশি যাত্রীদের জন্য সুখবর। এখন থেকে যাত্রীরা বেনাপোল স্থলবন্দরে অবস্থিত সোনালী ব্যাংকের চেকপোস্ট বুথ থেকেই ভ্রমণ কর ও পোর্ট ফি জমা দিতে পারবেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে ভ্রমণ কর ১,০০০ টাকা এবং পোর্ট ফি ৫৭ টাকা ২৫ পয়সা নির্ধারিত রয়েছে। তবে শিশু ও বিশেষ রোগীদের জন্য ছাড় থাকছে। ০ থেকে ৫ বছর বয়সী শিশুদের কোনো ট্যাক্স দিতে হবে না, আর ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে অর্ধেক কর প্রযোজ্য হবে। এছাড়া ক্যান্সার ও জটিল রোগে আক্রান্ত রোগীদের ভ্রমণ কর নেওয়া হয় না।
যাত্রীদের সুবিধার্থে ব্যাংক বুথ প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। এতে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
বেনাপোল চেকপোস্টের মাধ্যমে প্রতিদিন হাজারো যাত্রী ভারত ভ্রমণ করেন। নতুন এই ব্যবস্থা যাত্রীসেবায় স্বাচ্ছন্দ্য আনবে বলে স্থানীয় প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।