• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাজী নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম।

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
কাজী নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানান। ছবি : সংগৃহীত।

সংবাদটি শেয়ার করুন....

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন প্রধান অনুপ্রেরণা।

তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার ফিরে আসবে। এজন্য উন্নয়নতর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে—যা বলে গেছেন কবি নজরুল। খালেদা জিয়া ও তারেক রহমানও তার চেতনা ধারণ করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

রিজভী আরও বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। জাতি যখন দিশেহারা হয়, তখন তার লেখা হয়ে ওঠে পথনির্দেশক। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই কবির লেখা ছিল অত্যন্ত প্রাসঙ্গিক।

কবির সমাধিতে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, রাজনৈতিক দল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এছাড়া রাজধানীসহ সারা দেশে কবিকে স্মরণে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

 ভোর/রিপন/আইটি