• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাফিনিয়াকে নিয়ে সিবিএফের সঙ্গে আলোচনায় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫, ১৫:১৬ অপরাহ্ণ
রাফিনিয়াকে নিয়ে সিবিএফের সঙ্গে আলোচনায় বার্সেলোনা
সংবাদটি শেয়ার করুন....

ব্রাজিলের হয়ে শেষ দুই দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ডাক পেয়েছেন রাফিনিয়া। তবে কাতালান ক্লাব বার্সেলোনা চাইছে, নির্ধারিত সময়ের আগেই যেন ফিরে আসেন তাদের এই ব্রাজিলিয়ান তারকা।

ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা। তবুও চিলি ও বলিভিয়ার বিপক্ষে শেষ দুই বাছাইপর্বের ম্যাচে রাফিনিয়ার নাম রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি।

আগামী ৪ সেপ্টেম্বর রিও ডি জেনেইরোর মারাকানায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৯ সেপ্টেম্বর বলিভিয়ার এল আল্টোতে খেলবে তারা। প্রথম ম্যাচটিকে মর্যাদাপূর্ণ ধরা হলেও দ্বিতীয় খেলাটির তেমন কোনো ক্রীড়ামূলক গুরুত্ব নেই। কারণ বলিভিয়া ইতোমধ্যেই বিশ্বকাপ দৌড় থেকে ছিটকে গেছে।

কিন্তু বার্সেলোনার দুশ্চিন্তা অন্য জায়গায়। ৪,১৫০ মিটার উচ্চতায় বলিভিয়ার মাঠে খেলা শারীরিকভাবে কঠিন, যা রাফিনিয়ার ফিটনেসের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে তারা। সে কারণেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। ক্লাবটির লক্ষ্য, রিওর ম্যাচ শেষে রাফিনিয়াকে ছেড়ে দেওয়া হোক, যাতে ক্লান্তিকর বলিভিয়া সফরে যেতে না হয় তাকে।

বার্সেলোনার কাছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কোচ হ্যান্সি ফ্লিক রাফিনিয়াকে পূর্ণ সতেজ অবস্থায় দলে চাইছেন।

শুধু এই বিরতিই নয়, সামনে অক্টোবরের ফিফা উইন্ডো নিয়েও দুশ্চিন্তায় আছে কাতালানরা। এশিয়া সফরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলতে যাবে ব্রাজিল, যা আবারও বাড়াবে রাফিনিয়ার ওপর বাড়তি চাপ।


ফোকাস কি (বাংলা):

Slug (English):

কিওয়ার্ডস:

মেটা ডিস্ক্রিপশন:
বার্সেলোনা রাফিনিয়ার ফিটনেস রক্ষার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সঙ্গে আলোচনা করতে চলেছে, যাতে তিনি ক্লান্তিকর বলিভিয়া ম্যাচ না খেলেন।