• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডিআরইউ থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

ঢাকা
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ১৪:৫৬ অপরাহ্ণ
ডিআরইউ থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক
সংবাদটি শেয়ার করুন....

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর প্রায় ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বর থেকে তাকে আটক করা হয়।

ডিআরইউতে আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষক, আইনজীবী ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে একটি অনুষ্ঠান চলছিল। হঠাৎ সেখানে উত্তেজিত জনতা প্রবেশ করে প্রতিবাদ জানাতে থাকেন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে অনুষ্ঠানস্থলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সাবেক এই মন্ত্রীকে আটক করে নিয়ে যায়।

পুলিশের রমনা বিভাগের একাধিক কর্মকর্তা লতিফ সিদ্দিকী আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।