বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ কভার করতে নেদারল্যান্ডস থেকে কোনো সাংবাদিক আসেননি। নেদারল্যান্ডস ক্রিকেট দলের ওপেনার ম্যাক্স ও’ডাউড হঠাৎ করেই ক্রিকেটার থেকে সাংবাদিক বনে গেলেন। ব্যাটের পরিবর্তে হাতে ক্যামেরা নিয়ে বেশ ব্যস্ত দেখা যায় এই ডাচ ওপেনারকে।
ও’ডাউডের হাতে ক্যামেরা দেখে বাংলাদেশি সাংবাদিকরা ভেবেছিলেন হয়তো মজা করছেন। তবে নেদারল্যান্ডস দলের মিডিয়া ম্যানেজার কোরে রুটগার্ডস অবাক করে দিয়েই বললেন, ‘ম্যাক্স আজ সাংবাদিক হিসেবে আপনাদের সঙ্গে থাকবে।’
সত্যিই সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশ করেন ও’ডাউড। নেদারল্যান্ডস দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন নোয়াহ ক্রস। এ সময় হাত তুলে প্রশ্ন করার অনুমতি নিয়ে নেন ডাচ ওপেনার। সতীর্থ ক্রসকে তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমার টঙ্কার ডাকনামের গল্পটা একটু বলবে?’
ক্রসও উত্তরে বলেন, ‘ধন্যবাদ ম্যাক্স, তোমাকে ওখানে দেখে ভালো লাগছে।’ এরপর জানালেন ডাকনামের কারণও—পছন্দের এক বেসবল খেলোয়াড়ের নামের কারণেই তার পাশে এই নাম বসেছে।
শেষদিকে ক্রসকে আরও একটি প্রশ্ন করেন ও’ডাউড—‘বাংলাদেশে তোমার পছন্দের ক্রিকেটার কে?’ এমন প্রশ্নে ক্রস বলেন, ‘ভালো প্রশ্ন করেছ, অনেকের নামই বলা যায়। আমি গত বছর মোস্তাফিজের বিপক্ষে খেলেছি—সেটা ছিল দারুণ এক অভিজ্ঞতা।’
সাংবাদিকতায় ও’ডাউডের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী ক্রস। তিনি বলেন, ‘আমার মনে হয় সে (ও’ডাউড) এখানে ক্যারিয়ার গড়তে পারবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সে অনেক সরব।’