বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২০১৩ সালে পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২ মার্চ মির্জা ফখরুলসহ ২৮ জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। পরবর্তীতে একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
মির্জা ফখরুলের আইনজীবীরা অভিযোগ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান। উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশ বাতিলের আদেশ দেন। এর পর উচ্চ আদালতের আদেশ অনুযায়ী মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করা হয়। তবে অন্যান্য আসামির বিরুদ্ধে বিচার চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
ভোর/রিপন/আইটি