• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সাজে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
নতুন সাজে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
সংবাদটি শেয়ার করুন....

কানাডার মন্ট্রিয়লে অবকাশ যাপন করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ছবিগুলোতে তাকে বেশ হাসি-খুশি মনে হয়েছে।

সাদা ড্রেসে, চোখে সানগ্লাস আর খোলা চুলে নুসরাত ফারিয়াকে দারুণ মানিয়েছে। ছবি শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘সাদা পোশাকে ওটা তোমার মেয়ে।’

এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা ফারিয়ার রূপের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘আগের চেয়েও সুন্দর লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সাদা পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে।’

উল্লেখ্য, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি প্রথম চলচ্চিত্র আশিকী দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। এটি ছিল ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।