হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাল শ্রীলঙ্কা। নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। মাত্র ৮০ রানে গুটিয়ে যাওয়া দলকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফেরে জিম্বাবুয়ে।
টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৪ ওভারেই মাত্র ৮০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
যা তাদের টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা।
টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। তার সেই সিদ্ধান্তই প্রমাণিত হয় সঠিক।
নিজেই বল হাতে দারুণ নৈপুণ্য দেখান তিনি। ৩ উইকেট নেন মাত্র ১১ রানে। ব্রাড ইভান্স নেন ৩টি, ব্লেসিং মুজারাবানি নেন ২টি এবং শন উইলিয়ামসও পান একটি উইকেট।
শ্রীলঙ্কার হয়ে কামিল মিশারা সর্বোচ্চ ২০ বলে ২০ রান করেন।
অধিনায়ক চরিথ আসালাঙ্কা (১৮) এবং দাসুন শানাকা (১৫) কিছুটা লড়াই করলেও বাকিদের ব্যাটিং ব্যর্থতাই দলকে ভুগিয়েছে।
৮১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয়। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন দুশমন্ত চামিরা।
টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর
-
৭৭ বনাম দক্ষিণ আফ্রিকা – ৩ জুন, ২০২৪
-
৮০ বনাম জিম্বাবুয়ে – ৬ সেপ্টেম্বর, ২০২৫
-
৮২ বনাম ভারত – ১৪ ফেব্রুয়ারি, ২০১৬
-
৮৭ বনাম অস্ট্রেলিয়া – ৯ মে, ২০১০
-
৮৭ বনাম ভারত – ২০ ডিসেম্বর, ২০১৭।
এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে জিম্বাবুয়ে।
রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ।