• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অর্থনীতি সম্প্রসারিত হলেও গতি মন্থর

১১ মাসের পিএমআই সূচক প্রকাশিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
অর্থনীতি সম্প্রসারিত হলেও গতি মন্থর
সংবাদটি শেয়ার করুন....

পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচক অনুযায়ী গত ১১ মাসে বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হলেও এর গতি ছিল মন্থর। কৃষিক্ষেত্রে টানা ১০ মাসের সম্প্রসারণের পর সর্বশেষ সূচকে সংকোচন দেখা গেছে। খাতে নতুন ব্যবসা ও কার্যক্রমের সূচকে ধীর গতির প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। উৎপাদন খাত টানা ১২ মাস ধরে সম্প্রসারণ বজায় রাখলেও সেটিও ধীরগতিতে চলছে।

নির্মাণ খাত আবারও সংকোচনে পড়েছে। অন্যদিকে সেবা খাত ১১ মাস ধরে সম্প্রসারণে থাকলেও এর গতিও মন্থর। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রকাশিত বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস’ সূচকে এসব তথ্য উঠে এসেছে। সূচক প্রণয়ন করা হয়েছে যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের কারিগরি সহায়তায়।

পিএমআই হলো এমন একটি সূচক যা ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতি-নির্ধারকদের দ্রুত সময়ে অর্থনীতির স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেয়। সূচক অনুসারে, আগস্টে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর জুলাই থেকে ৩ দশমিক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩ পয়েন্টে। কৃষিক্ষেত্র ১০ মাসের সম্প্রসারণ শেষে সংকোচনে ফিরেছে। নতুন ব্যবসা, কার্যক্রম ও ইনপুট খরচের সূচকে ধীর প্রবৃদ্ধি দেখা গেছে।

অন্যদিকে উৎপাদন খাত ১২ মাস ধরে সম্প্রসারণ বজায় রাখলেও তা এখনও মন্থর গতিতে চলছে।