• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন হাসিনা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন হাসিনা
সংবাদটি শেয়ার করুন....

১৯৮১ সালের ১৭ মে থেকে আজ পর্যন্ত, অর্থাৎ একটানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা।

কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা দলের হাল ধরবেন, সেই ‘সাকসেসন প্ল্যান’ বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে তিনি কখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

অনেক পর্যবেক্ষক মনে করেন, গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো বড় দলের সংগঠন কার্যত ভেঙে পড়েছিল, এবং সেটিরও একটি বড় কারণ ছিল এই দুর্বলতা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রমও নিষিদ্ধ করে রেখেছে।

শেখ হাসিনা গত এক বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের ‘অতিথি’ হিসেবে ভারতের মাটিতেই অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি এখন উত্তরাধিকারের বিষয়টি চূড়ান্ত করছেন। এছাড়া চলতি মাসেই তিনি ৭৮ বছর পূর্ণ করবেন, যা বয়সগত চাপও তৈরি করছে।

বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পটুলকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা করেছেন। পাশাপাশি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিরও একটি ভূমিকা থাকবে।

এ ক্ষেত্রে ভারতের কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর ‘মডেল’ অনুসরণ করার পরিকল্পনা করছেন শেখ হাসিনা।

সায়মা ওয়াজেদ হু-র ‘রিজিওনাল ডিরেক্টর’ পদ থেকে অনির্দিষ্টকালীন ছুটিতে থাকায় তিনি এখন পূর্ণ সময় মায়ের সঙ্গে দলীয় কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। অন্যদিকে সজীব ওয়াজেদ মার্কিন নাগরিক হয়ে আমেরিকায় থাকলেও দলের প্রধান মুখ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত জানিয়েছেন, দলের অগ্রাধিকার এখন গণতন্ত্র পুনরুদ্ধারে, তবে পরিবারের সদস্যরা দলের কাজে সক্রিয় রয়েছেন।

শেখ হাসিনা নিজের ছেলেমেয়েকে অঘোষিতভাবে সামনের সারিতে নিয়ে আসার পাশাপাশি দল পরিচালনায় কিছু পরিবর্তন এনেছেন। বর্তমানে দলের ‘নিউক্লিয়াস’ ভারতের মাটিতেই কার্যত অবস্থান করছে। কলকাতায় দলের তিন নেতা – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এবং সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক – শেখ হাসিনার সঙ্গে ভারতে সশরীরে দেখা করেছেন। সায়মা ওয়াজেদ নিয়মিত যোগাযোগ ও অ্যাকশন প্ল্যান তৈরি করছেন, আর সজীব ওয়াজেদ আমেরিকায় ‘ন্যারেটিভ নির্মাণ’ ও বিদেশে দলের বক্তব্য প্রচারে কাজ করছেন।

৭৬ বছরেরও বেশি পুরনো আওয়ামী লীগ দলটি ইতিহাসের অন্যতম সংকটময় সময় পার করছে। তবে নেতৃত্বের রাশ এখন ‘ফার্স্ট ফ্যামিলি’র হাতেই।