• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক গোলযোগ, দেশব্যাপী লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক গোলযোগ, দেশব্যাপী লোডশেডিং
সংবাদটি শেয়ার করুন....

কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় সারা দেশে একাধিক স্থানে লোডশেডিং হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিপিডিবি।

বার্তায় বলা হয়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে। আগামী ২–৩ দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

সাময়িক এই পরিস্থিতি মোকাবিলায় পিডিবি দেশবাসীর সহযোগিতা কামনা করছে।

সূত্রে জানা যায়, কারিগরি ত্রুটির কবলে পড়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে আদানি ও রামপাল বিদ্যুৎকেন্দ্র।