• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান ২’

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান ২’
সংবাদটি শেয়ার করুন....

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি আকারে অবস্থান করছে। এই প্রেক্ষাপটে আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তারা এই বৃষ্টিবলয়ের নাম দিয়েছে ঈশান ২

ফেসবুক পোস্টে বলা হয়েছে, প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যে ধেয়ে আসছে শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয় ঈশান ২। যদিও এটি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে সক্রিয় থাকবে, তবে দেশের ওপর দিয়ে প্রবাহিত হলে ভ্যাপসা গরম অনেকটা কমে যাবে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, শক্তিশালী এ বৃষ্টিবলয়টি ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর সক্রিয় থাকবে। এর আগে থেকেই উত্তরবঙ্গের অনেক জায়গায় বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যেতে পারে।

অন্যদিকে, বুধবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।