• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে লড়ছেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
জাকসু নির্বাচনে লড়ছেন যারা
সংবাদটি শেয়ার করুন....

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ২৫টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১৭৯ জন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলে মোট ৩১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৬৭ জন প্রার্থী।

নির্বাচন তফসিল অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ এবং ছাত্রী ৫ হাজার ৮১৭ জন।

জাকসুর ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসারে, ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। বিশ্লেষণে দেখা যায়, ভিপি পদে প্রার্থী রয়েছেন ১০ জন। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন হলেও, একজন স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ৮ জনের মধ্যে।

নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৬ জন এবং পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন ১০ জন প্রার্থী।

নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সমর্থিত প্যানেল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আবদুর রশিদ জিতুর নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, এবং বামপন্থী সংগঠন ও সাংস্কৃতিক জোট সমর্থিত সম্প্রীতির ঐক্য। এছাড়া ‘সংশপ্তক পর্ষদ’ নামে পাঁচ সদস্যের একটি আংশিক প্যানেল ও মাহফুজ ইসলামের নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে আরেকটি আংশিক প্যানেলও প্রতিদ্বন্দ্বিতা করছে। অনেক প্রার্থী আবার সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন।

সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থিতা বাতিল হওয়ায় তাদের প্যানেলকে ভিপি ছাড়াই নির্বাচন করতে হচ্ছে।
ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. শেখ সাদী হাসান, শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল, শিক্ষার্থী সমন্বিত জোটের আরিফুল্লাহ আবিদ এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন জোটের আব্দুর রশিদ জিতুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে।

জিএস পদে ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী, শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, শিক্ষার্থী সমন্বিত জোটের মাজহারুল ইসলাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের শাকিল আলী এবং সম্প্রীতির ঐক্য প্যানেলের শরণ এহসানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রদলের মো. সাজ্জাদউল ইসলাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের নিবিড় ভুঁইয়া, শিক্ষার্থী ঐক্য ফোরামের জিয়াউদ্দিন আয়ান, সম্প্রীতির ঐক্য প্যানেলের নূর এ তামিম স্রোত এবং শিক্ষার্থী সমন্বিত জোটের ফেরদৌস আল হাসান।

অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রদলের আনজুমান আরা ইকরা, শিক্ষার্থী সমন্বিত জোটের আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষার্থী ঐক্য ফোরামের মালিহা নামলাহ এবং সম্প্রীতির ঐক্য প্যানেলের ফারিয়া জামান।