• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশ রপ্তানি শুরু, প্রথম চালানে গেল ৩৭.৪৫ মেট্রিক টন

বেনাপোল প্রতিনিধি ॥
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১৫:২৮ অপরাহ্ণ
ইলিশ রপ্তানি শুরু, প্রথম চালানে গেল ৩৭.৪৫ মেট্রিক টন
সংবাদটি শেয়ার করুন....

প্রতিবছরের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। ২০১৯ সাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে পর্যায়ক্রমে প্রথম চালানে ৭টি ট্রাকে ৩৭.৪৫ মেট্রিক টন ইলিশ বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়।

এ বছর বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে সর্বমোট ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। বেনাপোল মৎস্য করিডরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা মাছগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে রপ্তানির অনুমতি প্রদান করেন।

প্রথম চালানের ইলিশের সাইজ ছিল ৭০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। ট্রাকগুলো সন্ধ্যা ৬টার মধ্যে বেনাপোলে পৌঁছালেও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগে প্রায় ছয় ঘণ্টা। ফলে ভারতের বাজারে এসব ইলিশ পৌঁছাতে রাত একটার পর থেকে সকাল পর্যন্ত সময় লাগে।

আজ বুধবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আগামীকাল থেকে যথানিয়মে ইলিশ রপ্তানি চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোর/রিপন/আইটি