• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক অভ্যর্থনা পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
যুক্তরাজ্যে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক অভ্যর্থনা পেলেন ট্রাম্প
সংবাদটি শেয়ার করুন....

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছান। লন্ডনের উইন্ডসর প্রাসাদে পৌঁছানোর পর তাকে এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়। প্রথমে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন অভ্যর্থনা জানান। এরপর রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেন।

রাজকীয় আইরিশ স্টেট কোচে করে উইন্ডসর ক্যাসলে পৌঁছে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রাজা-রানির পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। লন্ডনের মতে, সামরিক কুচকাওয়াজ এবং আকাশে যুদ্ধবিমানের প্রদর্শনীসহ সাম্প্রতিক ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে দেওয়া এটি সবচেয়ে বড় সামরিক অভ্যর্থনা।

এরপর ট্রাম্প রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সেনাদের সালাম গ্রহণ করেন। পরে ট্রাম্প ও মেলানিয়া সেন্ট জর্জেস চ্যাপেল পরিদর্শন করে রানি দ্বিতীয় এলিজাবেথের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আনুষ্ঠানিকতা শেষে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সফরকে কেন্দ্র করে লন্ডনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই ‘স্টপ দ্য ট্রাম্প কোয়ালিশন’-এর নেতৃত্বে বিক্ষোভের ঘোষণা আসে। এছাড়া, উইন্ডসর প্রাসাদের একটি টাওয়ারে ট্রাম্প ও জেফ্রি এপস্টিনের ছবি প্রদর্শনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আশা প্রকাশ করেন যে, এই সফর যুক্তরাজ্য-মার্কিন বিশেষ সম্পর্ককে আরও মজবুত করবে। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য, শুল্ক কমানো, ইউক্রেন এবং ইসরায়েল ইস্যু নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, ট্রাম্প ২০১৯ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে প্রথমবার যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন।