• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে কটুক্তিকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,জুয়েল শাহিন
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ১৪:০২ অপরাহ্ণ
তারেক রহমানকে নিয়ে কটুক্তিকারী গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশালের উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম।

তবে স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন, মন্তব্যকারীকে রক্ষা করতে পুলিশ তারেক রহমানকে কটুক্তি করার মামলা না নিয়ে অপর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন।

এরপূর্বে উজিরপুর উপজেলার সাতলা বাজারের একটি চায়ের দোকানে বসে গত ৭ আগস্ট শওকত বালী ওরফে শাওন (৫০) নামের ওই ব্যক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিশ্ব সন্ত্রাসী আখ্যা দিয়ে মন্তব্য করে।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উজিপুর মডেল থানার এসআই সাইফুল ইসলাম ৭ আগস্ট দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে শওকত বালী শাওনকে গ্রেপ্তার করেন।

শওকত বালী শাওন সাতলা গ্রামের মৃত নূর হোসেন বালীর ছেলে।

তবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কটুক্তির মামলা না নিয়ে পুলিশ বিএনপির অফিসে অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছেন।

স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন, শওকত বালী শাওন আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন এবং সে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের অনুসারী ছিলেন।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, কটুক্তির ঘটনায় কেউ মামলা দায়ের না করায় বিএনপির অফিসে অগ্নিসংযোগের মামলায় শওকত বালী শাওনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

ওসি আরও বলেন, এখনও কেউ কটুক্তির ঘটনায় মামলা দায়ের করলে সেই মামলার শোন অ্যারেস্টের কাগজ আদালতে প্রেরণ করা হবে।