রাজধানীর একটি অফিসের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গত ৫ তারিখের পর থেকে কামরুউজ্জামান বাবলু সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবিরোধী বিভিন্ন চক্রান্তমূলক ও উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অবশেষে বৃহস্পতিবার ঢাকার ওই অফিসের সামনে উপস্থিত জনসাধারণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় ঘটনাস্থলে কিছুক্ষণ উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
পুলিশ জানিয়েছে, আটককৃত বাবলুর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।
