• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ক্ষোভের মুখে যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ক্ষোভের মুখে যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশ
সংবাদটি শেয়ার করুন....

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পক্ষ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি রাষ্ট্র কোনোদিন প্রতিষ্ঠিত হবে না।

রোববার (২১ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তার ভাষায়, ‘ফিলিস্তিন রাষ্ট্র কখনও হবে না।’

নেতানিয়াহু আরও জানান, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে দাবি তোলা হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলে তা সন্ত্রাসবাদের জন্য এক ধরনের অযৌক্তিক পুরস্কার হয়ে দাঁড়াবে এবং ইসরায়েলের অস্তিত্বকে বিপদের মুখে ফেলবে।

জাতিসংঘে নিজের আসন্ন ভাষণ প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তিনি সেখানে ইসরায়েলের সত্য তুলে ধরবেন এবং অশুভ শক্তির বিরুদ্ধে তাদের ন্যায়সঙ্গত সংগ্রামের কথা জানাবেন। তিনি ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রতি আস্থাশীল বলেও মন্তব্য করেন। একই সঙ্গে জাতিসংঘে ভাষণ শেষ করে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানান।