• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয়ের পর এবার সংগীতেও ইতি টানলেন তাহসান, কনসার্টে আবেগঘন বিদায় ঘোষণা

বিনোদন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ১৩:১০ অপরাহ্ণ
অভিনয়ের পর এবার সংগীতেও ইতি টানলেন তাহসান, কনসার্টে আবেগঘন বিদায় ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান মেলবোর্নে তার শেষ কনসার্টে ঘোষণা দিয়েছেন, অভিনয় ছাড়ার পর এবার সংগীত ক্যারিয়ারও ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন তিনি। তার বক্তব্যে ছিল আবেগ, কৃতজ্ঞতা আর বিদায়ের সুর।

বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করছেন। সফরকালে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করার কথা থাকলেও এক আয়োজনে ভক্তদের চমকে দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্টেজের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন- ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’

কনসার্টে তিনি আরও জানান, এরই মধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। এই ঘোষণার পর অনেকেই খুঁজে দেখেছেন, সত্যিই তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট অ্যাক্টিভ নেই।

প্রিয় শিল্পীর এই বিদায়ের সুরে মুহূর্তেই আবেগে ভেসে যান উপস্থিত দর্শকরা। দুই দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তাহসানের এমন বিদায় ঘোষণা অনেকেই মেনে নিতে পারছেন না।

এর আগে অভিনয় থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাহসান। গত বছর তিনি বলেছিলেন, ‘আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।’

অভিনয়-সংগীত দুই ক্ষেত্র থেকেই ধীরে ধীরে সরে আসার পেছনে শারীরিক সমস্যাও বড় কারণ। কিছুদিন আগে তাহসান জানান, তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তিত হয়, গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুটোই কমতে থাকে।

২০১৮ সাল থেকেই সমস্যাটি শুরু হয়। তখন তিনি ভক্তদের উদ্দেশে বলেছিলেন, ‘যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতে পথচলা শুরু করেন তাহসান খান। ব্যান্ডের হয়ে গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। এরপর ২০০৪ সালে সোলো অ্যালবাম ‘কিছু কথা’ দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেন তিনি। পরে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তার গাওয়া ‘চোখে চোখে কথা হতো’, ‘ভালবেসে কেউ ভুল করো না’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’ ইত্যাদি গান বহু হৃদয়ে দাগ কেটেছে।

সাম্প্রতিক সময়ে তাকে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর হয়ে বিভিন্ন কনসার্টে পারফর্ম করতে দেখা যেত।

তাহসান তার বক্তব্যে ইঙ্গিত দেন, মেয়ের বড় হয়ে ওঠা ও পারিবারিক জীবনে আরও বেশি সময় দেওয়ার তাগিদ থেকেই এ সিদ্ধান্ত। তার ভাষায়, ‘জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সময়টা পরিবারকে দেওয়াই বেশি জরুরি।’

ভক্তদের অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন- ‘তাহসান ভাই, আমরা এখনও প্রস্তুত ছিলাম না আপনাকে মিউজিক থেকে হারানোর জন্য!’ ‘সেই ব্ল্যাকের যুগ থেকে শুরু করে এখনো মনে হয় আমাদের অনেকগুলো কনসার্ট বাকি ছিল!’

তাহসান নিশ্চিতভাবে ‘অবসর’ শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য এবং আচরণ থেকে ধারণা করা যাচ্ছে, সংগীত জগতে আর তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না। তিনি হয়তো বেছে বেছে কিছু কাজ করবেন, তবে আর আগের মতো নিয়মিত কনসার্ট কিংবা গান নয়।

ভক্তরা আশা করছেন, হয়তো কিছুদিন বিরতির পর আবারো ফিরে আসবেন প্রিয় তাহসান।