• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১৪:৩১ অপরাহ্ণ
গাজীপুরে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী কেমিক্যাল গোডাউনে দগ্ধ ও আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে দুর্ঘটনায় দগ্ধ হয়ে আমাদের চারজন ফায়ার ফাইটার বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুইজনের দগ্ধের পরিমাণ বেশি আর দুইজনের কম।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল। এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। ডাক্তাররা এবং সংশ্লিষ্টরা সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করছেন।

তিনি বলেন, আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তারা দ্রুত সুস্থ হয়ে যান।

তিনি আরও বলেন, দগ্ধ ফায়ারকর্মীদের সুচিকিৎসায় আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, আহতদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি করা যাবে না। সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

ব্রিফিংয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, দগ্ধদের চিকিৎসায় একটি মনিটরিং টিম সবসময় কাজ করবে।

তিনি বলেন, দেশে বা বিদেশে চিকিৎসা বিষয়ে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, যেখানে আবেগের চেয়ে বিজ্ঞানের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে। রোগীদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস কর্মীরা হলেন— টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৪২% দগ্ধ), ফায়ার ফাইটার শামীম আহমেদ (১০০% দগ্ধ), ফায়ার ফাইটার মোঃ নূরুল হুদা (১০০% দগ্ধ) ও ফায়ার ফাইটার মোঃ জয় হাসান (৫% দগ্ধ)।

এছাড়া দুর্ঘটনায় আহত কেমিক্যাল গোডাউনের কর্মচারী আল আমিন বাবু (৯৫% দগ্ধ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, সোমবার গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে আগুন নেভাতে গিয়ে চারজন ফায়ার কর্মী ও একজন কারখানার কর্মচারী দগ্ধ হন।