বর্তমানে বাংলাদেশের কাছে যে ডলার আছে তা আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ কারণে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কেনার যে পদক্ষেপ নিয়েছে, সেটিকে সঠিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ডলারের দাম কিছুটা স্থিতিশীল না রাখলে এর খারাপ প্রভাব পড়বে। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের বিষয়েও গুরুত্ব দিতে হবে। কারণ তারাই দেশের মূল চালিকা শক্তি।
সালেহউদ্দিন বলেন, “আমরা ডলার কিনছি সেটা ঠিক। কিন্তু এখন আমাদের কাছে যে ডলার আছে সেটা বাংলাদেশের আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয়। ধরুন দেশে বড় ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলো, তখন দ্রুত কিছু আনতে হলে কী হবে? ফরেন এক্সচেঞ্জ কেবল আমদানির জন্য ব্যবহার করা হয়—এ ধারণা সঠিক নয়। সঞ্চিত ডলার না থাকলে বিপদ হতে পারে।”
তিনি আরও বলেন, “আমি যখন ২০০৭-২০০৮ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলাম তখন সিডর ও আইলার মতো দুর্যোগ হয়েছিল। তখন আমরা অনেক চ্যালেঞ্জের মুখে পড়লেও পরিস্থিতি সামাল দিয়েছিলাম। সুতরাং এসব অভিজ্ঞতা থেকে বলছি, রিজার্ভ বিল্ডআপ করা খুবই জরুরি। বাংলাদেশ ব্যাংক সঠিক পদক্ষেপ নিয়েছে।”