দুবাইয়ে আজ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে এশিয়া কাপের এই রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল, সেটিই এখন সবার কৌতূহলের বিষয়।
এবার এশিয়া কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। টানা জয় নিয়ে তারা এগোচ্ছে অপ্রতিরোধ্য গতিতে।
অন্যদিকে বাংলাদেশও এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে এসেছে। সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করার পর বাংলাদেশ দল এখন শিরোপা জয়ের কথাও বলতে শুরু করেছে। এর মধ্যে আজ ভারতের বিপক্ষে ম্যাচটিকে বলা হচ্ছে বাংলাদেশের জন্য অগ্নিপরীক্ষা।
শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে দারুণ খেলেছিল বাংলাদেশের ওপেনিং জুটি। ভারতের বিপক্ষেও দেখা যাবে তানজিদ তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি। অধিনায়ক লিটন নামবেন তিন নম্বরে।
টুর্নামেন্টের শুরুতে ফর্মহীনতায় থাকা তাওহিদ হৃদয় গত ম্যাচে ফিরেছেন স্বরূপে। ভারতের বিপক্ষেও তিনি একাদশে থাকবেন নিশ্চিত।
মিডল অর্ডারে থাকবেন শামীম হোসেন ও জাকের আলি। স্পিন আক্রমণে থাকবেন নাসুম আহমেদ, সঙ্গে মাহেদি হাসান কিংবা রিশাদ হোসেনের মধ্যে একজন সুযোগ পাবেন।
পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। ফলে বাংলাদেশ একাদশ সাজাবে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।