আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। মঙ্গলবার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।
গণসংযোগে অংশ নিয়ে নুরুজ্জামান লিটন স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি এসব সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি সকাল, বিকেল ও রাতে নিয়মিতভাবে এলাকায় জনসংযোগ ও দোয়া প্রার্থনা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
দুপুরে গোগা বাজার মসজিদে জোহরের নামাজ আদায় করেন বিএনপির নেতাকর্মীরা। এরপর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. হামিদ সদ্দারের বাড়িতে মধ্যাহ্ন ভোজ শেষে দ্বিতীয় দফায় বিকালে বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেন নুরুজ্জামান লিটন। সকাল ১১টায় পাঁচভুলাট থেকে তার নেতৃত্বে শুরু হওয়া এক গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার ও প্রবীণদের সরব উপস্থিতি দেখা যায়।
স্থানীয় ভোটারদের মতে, নিয়মিত মাঠে অবস্থান ও জনসংযোগের কারণে নুরুজ্জামান লিটন ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করেছেন। এ কর্মসূচিতে নারীসহ বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
গণসংযোগকালে তিনি স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খালেদা জিয়ার আমলেই প্রতিষ্ঠিত হয়েছে। তাই শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাবে।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সভাপতি আব্দুল মজিদ, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আ. হামিদ সদ্দার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও মির আলম, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগর ও বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।