• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি দখলদারিত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১৪:১৬ অপরাহ্ণ
ইসরাইলি দখলদারিত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাকে ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর চলমান দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

ঢাকা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বক্তব্যে তৌহিদ হোসেন ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের নীতিগত অবস্থান স্পষ্ট করে বলেন—ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়।

এ সময় তিনি ওআইসির কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং আরও শক্তিশালী সম্পদ আহরণ ও বাস্তবায়নমুখী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা ইসলামী বিশ্বের ঐক্য জোরদারে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে বলেন, ওআইসির দশ বছর মেয়াদি কর্মসূচিতেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বৈঠকটি শান্তি ও নিরাপত্তা থেকে শুরু করে উন্নয়ন অগ্রাধিকারসহ সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।