
অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ইউপিডিএফের অপরিপক্ব আন্দোলনের কারণে খাগড়াছড়ির মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাঙ্গামাটি শহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিভিন্ন প্রশ্নের জবাবে পার্বত্য উপদেষ্টা আরও বলেন, পাহাড়িরা সবসময় একটি স্লোগান দেয়— ‘পাহাড় থেকে সেনা হটাও।’ কিন্তু পৃথিবীতে কিছু বাস্তবতা আছে, যার বাইরে যাওয়া সম্ভব নয়। এমন সময় আসবে যখন সেনারা এখানে থাকবে না, আবার এমন সময়ও আসতে পারে যখন তাদের প্রয়োজন হবে। তাই বাস্তবতাকে উপলব্ধি করতে হবে। শর্ত পূর্ণ হলে স্বাভাবিকভাবেই পরিস্থিতি বদলাবে।
তিনি আরও বলেন, সবকিছু মিলিয়েই কেন ভালো পথে অগ্রসর হতে পারছি না, তা আমাদের ভাবতে হবে। মা দুর্গার আশীর্বাদে প্রত্যাশা করি— আমরা সবাই যেন শান্তি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বৈশালী চাকমা, সাগরিকা রোয়াজাসহ সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।