
পটুয়াখালীর বাউফল উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় ইলিশ আহরণ থেকে জেলেদের বিরত রাখতে বিশেষ সহায়তা হিসেবে ৭৯ জন জেলের মধ্যে বিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়েছে।
মা ইলিশের ডিম ছাড়ার মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদেদের জীবিকায়ন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার দাসপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই তালিকাভুক্ত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মধ্যে এই চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, “মা ইলিশ ও জাটকা রক্ষা করা নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে আর্থিক সংকটে না পড়েন, সে জন্যই সরকারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের এই প্রচেষ্টা ইলিশের সম্পদ রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাসপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদ।