
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে “YOUR EYES – VISION FOR ALL” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজ ১১ অক্টোবর ২০২৫, শনিবার, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে বেনাপোল হাই স্কুল প্রাঙ্গণে।
ক্যাম্পের আয়োজন করেছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স (Sightsavers)।
গণঅভ্যূত্থানের শহীদ আব্দুল্লাহ’র স্মরণে বাগআঁচড়া ইসলামী চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ও আদ্-দ্বীন হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
ক্যাম্পে চক্ষু রোগীদের জন্য সাধারণ ব্যবস্থাপত্র প্রদান ও ছানি রোগী বাছাই করা হচ্ছে। নির্বাচিত রোগীদের আদ্-দ্বীন হাসপাতাল, চাঁচড়া, যশোরে নিয়ে গিয়ে আধুনিক লেন্স সংযোজনের মাধ্যমে দক্ষ চিকিৎসক দ্বারা অপারেশন করানো হবে। অপারেশনের পর এক রাত হাসপাতালে অবস্থানের ব্যবস্থা থাকবে।
রোগীদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ টাকা। অপারেশনে আগ্রহী পুরুষ রোগীদের একটি পরিষ্কার লুঙ্গি এবং মহিলাদের একটি পরিষ্কার শাড়ি, প্রয়োজনীয় বিছানা ও মোবাইল নম্বর সাথে আনার অনুরোধ করা হয়েছে।
গতকাল থেকেই এলাকার বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে প্রচারপত্র বিতরণ করে এ মহৎ উদ্যোগের খবর পৌঁছে দেওয়া হয়েছে।
ক্যাম্পে যথাসময়ে উপস্থিত হয়ে বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণের জন্য এলাকাবা