
ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বক্তব্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিকাল সাড়ে ৪টার দিকে এ трагеয়ার খবর নিশ্চিত করেন। তবে এখনও নিহতদের নাম কিংবা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ঘটনাস্থলে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে।