• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ১৮:০৩ অপরাহ্ণ
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
সংবাদটি শেয়ার করুন....

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা চূড়ান্ত আপিলের শুনানি আগামীকাল বুধবার (২২ অক্টোবর) পর্যন্ত মুলতবি করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হয়।

এদিন শুনানি করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া। পরবর্তী ধাপে বিএনপি ও জামায়াতে ইসলামীপক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ। সেই সঙ্গে আবেদনকারীদের আপিল করার অনুমতিও দেওয়া হয়।