• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু কাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ১৮:৪০ অপরাহ্ণ
ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু কাল
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)দের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত (টিওটি) প্রশিক্ষণ আগামীকাল বুধবার থেকে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত (টিওটি) প্রশিক্ষণ আগামীকাল বুধবার সাড়ে ৯টায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করবেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।