• ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫, ১৪:৫০ অপরাহ্ণ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুসারে দেশের নিট রিজার্ভ এখন ২৭ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৩ মিলিয়ন মার্কিন ডলারে। গত বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৭১৪ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৯ হাজার ৪৩৯ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮ হাজার ২৫৭ মিলিয়ন ডলার। সূত্র: বাসস।