• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ২০:২৭ অপরাহ্ণ
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
সংবাদটি শেয়ার করুন....

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন তারা। অবশেষে নিজ দেশে ফেরার চেষ্টা করতেই ধরা পড়েছেন ৪৫ জন বাংলাদেশি নাগরিক।

শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে তাদের গ্রেফতার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, গ্রেফতারকৃতদের কারও কাছে ভারতে প্রবেশের বৈধ নথি বা ট্রাভেল ডকুমেন্ট ছিল না।

স্বরূপনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিএসএফের ১৪৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে দায়িত্ব পালনকালে নারী ও শিশুসহ ওই ৪৫ জন বাংলাদেশিকে আটক করেন। পরে তাদের স্বরূপনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েক বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে দেশটির বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হন।

ভারতের পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)’ কার্যক্রম শুরু হয়েছে। এতে অনিবন্ধিত বিদেশিদের শনাক্তকরণ ও ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আশঙ্কায় এই বাংলাদেশিরা নিজেদের দেশে ফেরার সিদ্ধান্ত নেন বলে তদন্তে জানা গেছে।

শনিবার (১ নভেম্বর) তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের কারাবাস (জুডিশিয়াল কাস্টডি) মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলায় বলে জানিয়েছে পুলিশ।