
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনে আগ্রহীদের আবেদন করার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরীর স্বাক্ষরিত নির্দেশনা ইতোমধ্যে সব মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করার শেষ সময় ১০ নভেম্বর। আর এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর। ইসি ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের পরিকল্পনা করছে। সে কারণে ভোটার তালিকা হালনাগাদ ও সুষ্ঠুভাবে প্রস্তুত করতে নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।