• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এ বছর আমন মৌসুমে ৩৪ টাকায় ধান, ৪৯ টাকায় আতপ চাল কিনবে সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১৪:৪৯ অপরাহ্ণ
এ বছর আমন মৌসুমে ৩৪ টাকায় ধান, ৪৯ টাকায় আতপ চাল কিনবে সরকার
সংবাদটি শেয়ার করুন....

এ বছর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৭ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে সাড়ে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, সেদ্ধ চাল কেনা হবে ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা কেজি দরে। গত বছরের তুলনায় ধান ও চালের এই দাম কেজিপ্রতি ৪ টাকা বেশি নির্ধারিত হয়েছে।

আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

রবিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ধান-চাল সংগ্রহ কার্যক্রম আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।