• ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
সংবাদটি শেয়ার করুন....

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি থামিয়েছেন, যেখানে ট্যারিফকে হুমকি হিসেবে ব্যবহার করেছেন। শনিবার এমন মন্তব্য করেন তিনি। ট্রাম্পের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ (লাখ লাখ কোটি ডলার) ট্যারিফ আকারে পাচ্ছে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “যদি অন্যরা যুদ্ধ বন্ধ না করে বা শুরু করে, আমরা ট্যারিফের হুমকি দেখিয়ে তাদের নিয়ন্ত্রণ করেছি। আমি আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ সরাসরি ট্যারিফের হুমকি দিয়ে থামিয়েছি।” এর আগে নিজ দাবির ধারাবাহিকতায় তিনি চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষ শুল্কের মাধ্যমে থামানোর কথাও উল্লেখ করেছিলেন। তবে ভারত কখনোই তার ভূমিকাকে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়ক হিসেবে স্বীকার করেনি। সূত্র: হিন্দুস্তান টাইমস