• ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

‎Research for a Sustainable Future: Inspiring the Next Generation of Scholars”  বিষয়ক শীর্ষক সেমিনার

‎‎রাবি প্রতিনিধি
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫, ১৫:০১ অপরাহ্ণ
‎Research for a Sustainable Future: Inspiring the Next Generation of Scholars”  বিষয়ক শীর্ষক সেমিনার
সংবাদটি শেয়ার করুন....

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ( রাবি) “Research for a Sustainable Future: Inspiring the Next Generation of Scholars” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইওজেএইচ এবং ইয়াং রিসার্চার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম উদ্যোগে আয়োজন করে এ সেমিনারটি।

‎শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে সিসিডিসি গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
‎এই সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

‎সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব (IOJH)-এর ফাউন্ডার ও সিইও মো. কারিউল ইসলাম। তিনি গবেষণানির্ভর ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষার সুযোগ এবং বৈশ্বিক স্কলারশিপ অর্জনে গবেষণার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

‎মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ। তিনি গবেষণার ভিত্তি, বৈজ্ঞানিক চিন্তা এবং শিক্ষার্থীদের জন্য গবেষণা দক্ষতা গঠনের সহজ পথ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

‎বিশেষ অতিথি ছিলেন জনাব স্বপ্নিল রহমান, সহযোগী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণ শিক্ষার্থীদের গবেষণামুখী মানসিকতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

‎সেমিনারের পুরো আয়োজন পরিচালনায় ছিলেন YRDP-এর লিড বাকিবিল্লাহ। সহায়তা ছিলেন কো-অর্ডিনেটর আহসান হানিফ, শাহরিয়ার রহমান তিতাস এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডর মো. নাঈম মন্ডল এবং সাদিয়া ইসলাম। সেমিনার উপস্থাপনায় ছিলেন সানজিদা ইয়াসমিন।

‎সেমিনারে শিক্ষার্থীরা গবেষণা কীভাবে শুরু করা যায়, কোন দক্ষতাগুলো প্রয়োজন এবং ভবিষ্যতে গবেষণার মাধ্যমে কীভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখা যায় এসব বিষয়ে প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও গবেষণাভিত্তিক প্রশিক্ষণ, কর্মশালা ও কার্যক্রমের আয়োজন করা হবে।