• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘দেশে ২৫০ বিলিয়ন ডলার লুটপাটের টকশো হয় না, হাঁসের মাংস নিয়ে হয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
‘দেশে ২৫০ বিলিয়ন ডলার লুটপাটের টকশো হয় না, হাঁসের মাংস নিয়ে হয়
সংবাদটি শেয়ার করুন....

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এই দেশে ২৫০ বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোস্ত কে কোথায় খেয়েছে সেটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ এজেন্ডা সেটিং করা হয়, বয়ান তৈরি করা হচ্ছে। ৫ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, যারা নির্বাচন চাইছেন, তাদেরকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে, গণঅভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে। অন্যথায় ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমি চুপ্পুর কাছে গিয়ে আর শপথ নিতে চাই না। এটা সম্মানজনক না, এটা গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করা হবে; যদি আমাদেরকে এখনো চুপ্পুর অধীনে শপথ নিতে হয়। ৭২-এর সংবিধান এবং সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি, ওই শপথে আমরা যেতে চাই না।

তিনি বলেন, এখানে কমিশন সদস্যরা আছেন, আপনারা একটা শপথও প্রস্তাব করেন আগামী সংসদের জন্য; যাতে এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথও নেবেন।

কারণ, চুপ্পুর অধীনে শপথ নেওয়ার জন্য ২৪০০ লোক জীবন দেয় নাই।