ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ অভিযোগ করেন।
আবিদুল বলেন, “পরিস্থিতি আমার কাছে কোনোভাবেই সুবিধাজনক মনে হচ্ছে না। অমর একুশে হল এবং রোকেয়া হলে শিক্ষার্থীদের হাতে পূরণকৃত ব্যালট দেওয়া হয়েছে। আমি নিজে গিয়ে এর সত্যতা নিশ্চিত করেছি।”
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। “গণতন্ত্র, মানবাধিকার এবং বাকস্বাধীনতাকে হরণ করার নতুন খেলা চলছে,” মন্তব্য করেন তিনি।
এছাড়া সকাল থেকে তাকে লক্ষ্য করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও দাবি করেন আবিদুল। তার অভিযোগ, “কিছু মূলধারার গণমাধ্যম যাচাই না করে বলেছে, আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করেছি। অথচ গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী ও পোলিং এজেন্টদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করে তদারকি করার অধিকার রয়েছে।”
অন্যদিকে, ছাত্রদলের বিরুদ্ধে ভোট কারচুপির পাল্টা অভিযোগ তুলেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এসএম ফরহাদ।