• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ হয়ে পড়লেন অমর একুশে হলের এজিএস প্রার্থী অর্ক, নেওয়া হলো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
অসুস্থ হয়ে পড়লেন অমর একুশে হলের এজিএস প্রার্থী অর্ক, নেওয়া হলো হাসপাতালে
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে ভোট দিচ্ছেন। বিরতিহীনভাবে এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরইমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অমর একুশে হলের এজিএস প্রার্থী অর্ক। তার শারীরিক অবস্থার কারণে দ্রুত রিকশাযোগে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সহপাঠীরা দ্রুত তাকে রিকশায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান।

এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার।

ডাকসুতে ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। ১৮টি হলে প্রতিটি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। অর্থাৎ ভোটারদের দিতে হচ্ছে মোট ৪১টি ভোট।

এবারের ডাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলে অন্তত ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অনেকেই অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্যানেলের মধ্যে রয়েছে—জাতীয়তাবাদী ছাত্রদল, জুলাই আন্দোলনের চেতনায় গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাত বাম সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্তত ১০টি প্যানেল।

ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম, জিএস প্রার্থী এস এম ফরহাদ এবং এজিএস পদে প্রার্থী মুহাঃ মহিউদ্দীন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলে।

বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজমুদার এবং এজিএস প্রার্থী আশরেফা খাতুন।

‘প্রতিরোধ পর্ষদ’-এর ভিপি প্রার্থী শেখ তাসনীম আফরোজ ইমি, জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল।

স্বতন্ত্র শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’-এর ভিপি প্রার্থী উমামা ফাতেমা, জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া এবং এজিএস প্রার্থী জাহেদ আহমদ।

‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের ভিপি প্রার্থী নাইম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস প্রার্থী অদিতি ইসলাম।

এছাড়া আলোচনায় আছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন এবং ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তাদের সঙ্গে জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস পদে রাকিবুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।