দূতাবাস ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সমন্বয়হীনতার কারণেই বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পুরো বিষয়টির জন্য সমন্বয়ের অভাব মনে হয়েছে। দোষটা কিন্তু শুধু দূতাবাসের নয়। এ দায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিরও। তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। আমরা আশা করবো সামনে তারা সমন্বয় করে কাজ করবে। এগুলো আসলে লজিস্টিক ইস্যু, এখানে রাজনৈতিক কিছু নেই।
তিনি আরও বলেন, যদি আমরা আমাদের দলকে আগে জানাতাম তাহলে এখানে আমাদের দল যেভাবে সংগঠিত আছে, তাতে এমন ঘটনা ঘটার কোনো সুযোগই থাকতো না। বাস্তবতা হলো, আমাদের অবস্থান এতটাই দৃঢ় যে, আওয়ামী লীগ এখানে দাঁড়াতেই পারবে না।
হুমায়ুন কবির বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমরা এসেছি। বিএনপি একটি বড় দল হিসেবে আমাদের সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা এতে অংশ নিয়েছি। এতে প্রমাণ হয় যে, জাতীয়ভাবে আমরা এখন ঐক্যবদ্ধ।