প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককে দলে ভিড়িয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আনতে লিভারপুল প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৭৬ মিলিয়ন ডলার) ব্যয় করছে। এটি ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি হিসেবে রেকর্ড গড়বে।
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ইসাক সোমবার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর তিনি লিভারপুলের সঙ্গে ছয় বছরের চুক্তি করবেন।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে ইসাকের গোল সংখ্যা ছিল ২৩। লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহর পর যা সর্বোচ্চ। তার দুর্দান্ত পারফরম্যান্সেই নিউক্যাসল চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করে। এছাড়া লিগ কাপ ফাইনালে লিভারপুলের বিপক্ষে গোল করে ক্লাবকে ৭০ বছরের মধ্যে প্রথম ঘরোয়া ট্রফি জেতাতেও বড় ভূমিকা রাখেন তিনি।
গ্রীষ্মের শুরু থেকেই ইসাক লিভারপুলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর থেকেই তিনি নিউক্যাসলের মূল দলের বাইরে অনুশীলন করছিলেন।